মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে অসহযোগ আন্দোলন চলাকালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ডাক দিয়েছিলেন। তাঁর এ উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিল। রাষ্ট্রীয়ভাবে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আওয়ামী লীগের কর্মসূচি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু ভবন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টার দিকে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। বিকালে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। রাজধানীর ফার্মগেট খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বক্তৃতা করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর