মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সংলাপ নয়, সরকারের পদত্যাগ চায় বিএনপি

মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কোনো সংলাপে যাবে না। আমরা কোনো সংলাপ চাইনি। আমরা চেয়েছি সরকারের পদত্যাগ। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, এই দানবীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। আওয়ামী লীগের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা রাজনৈতিক আচরণ শিখুন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কখনই আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলেননি। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর