চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযানে খুলনা ডুমুরিয়া সদরের ট্রলারঘাট এলাকায় নুর ইসলাম নামের এক মৎস্য ডিপো মালিককে জেল-জরিমানা করেছে। মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ডুমুরিয়া উপজেলা সদর বাজারের ট্রলারঘাট এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নুর ইসলাম শেখ নামে ওই ব্যক্তির মৎস্য ডিপোতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে ধরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দুমাসের বিনাশ্রম কারাদ দেওয়া হয়।
অপদ্রব্য পুশকৃত চিংড়ি ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।