নিরপেক্ষ-তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমাবেশ হয়েছে। সমাবেশে সরকার হটাতে দুর্বার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার প্রমুখ।
সাইদুর রহমান বলেন, অবৈধ সংসদ ভেঙে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনে দেশব্যাপী দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করেন তিনি।