শিরোনাম
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভেজালে জরিমানা ছয় লাখ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ৬ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০-এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বিএসটিআই-এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মোহাম্মাদ আলী ফুড প্রোডাক্টস, নাসির ফুড ইন্ডাস্ট্রিজ ও শুরিয়া ক্যাবলস। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই মোবাইল কোর্ট ৪০ হাজার টাকা মূল্যের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন বৈদ্যুতিক তার জব্দ ও ধ্বংস করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর