শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কথিত ম্যাগনেটিক কয়েনের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- আবদুল কাদের ওরফে কবির ও মহিউদ্দিন শিকদার। বুধবার রাত ২টায় গুলশানের নিকেতন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কথিত চারটি ম্যাগনেটিক কয়েন, চারটি মোবাইলফোন, একটি পিতলের বোতলসহ প্রতারণা কাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান গতকাল জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ম্যাগনেটিক কয়েন বিক্রির নামে প্রতারণা করে আসছিল। একজন ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করে চক্রের সদস্যরা তাকে ফোন করে জানায় যে, ব্যবসায়িক প্রয়োজনে তারা তার সঙ্গে দেখা করতে চান। ওই ব্যবসায়ী পরবর্তীতে গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে তার পরিচিত ব্যক্তির মাধ্যমে প্রতারকদের সঙ্গে দেখা করে। তখন আলাপ-আলোচনার একপর্যায়ে তাকে ম্যাগনেটিক কয়েন সম্বন্ধে ধারণা দিয়ে প্রতারকরা বলে এই কয়েন বিমান তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। দেশে বা বিদেশে এর ব্যাপক চাহিদা আছে। একপর্যায়ে বিপুল লাভের প্রলোভনে ওই ব্যবসায়ী ওই কয়েন কিনতে রাজি হন। পরের দিন চক্রের সদস্য মাহফুজ সরকার তাকে গুলশান-২ এর একটি হোটেলে নিয়ে যান। সেখানে সে চক্রের অন্য সদস্য দেবাশীষ, ওমর ফারুক ওরফে জাহিদ খান, লাকি বেগম রোকেয়া, আবদুল হক, ড. এ কে খানদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। তাদের কাছে থাকা কথিত ম্যাগনেটিক কয়েনটি দেখান। কথা বার্তার একপর্যায়ে চক্রটি জানায়- ৩ কোটি টাকা পেলে ম্যাগনেটটি ওই ব্যবসায়ীকে দিয়ে দেবেন। পরে নগদ ৩০ লাখ টাকা ও ১০ লাখ টাকার একটি চেক দিলে চক্রের সদস্যরা ম্যাগনেটটি একটি প্যাকেটে করে ওই ব্যবসায়ীর গাড়িতে তুলে দেয়। ভুক্তভোগী পরে বাড়িতে এসে প্যাকেটটি খুলে দেখেন সেখানে কিছু নাই। তখন তার সন্দেহ হলে চক্রের সদস্যদের ফোন দেন, এরপর তারা ম্যাগনেটটির জন্য আরও ৮ লাখ টাকা দাবি করে।

সর্বশেষ খবর