শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মানিকগঞ্জের সেই পুলিশ কর্মকর্তার বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামের মো. রুবেল (২২) হত্যার ঘটনায় রকেট গতিতে তদন্ত কাজ সম্পন্ন করা সেই কর্মকর্তাকে বরখাস্ত করতে হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে এ ঘটনায় পিবিআইকে দেওয়া তদন্তের নির্দেশ বহাল রেখেছেন আদালত। হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। তবে পিবিআই প্রধানকে পুনঃতদন্তের নির্দেশ বহাল রেখেছেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল হত্যার ঘটনায় লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্তের ঘটনায় এসআই মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে গত ৩ এপ্রিল নির্দেশ দেন হাই কোর্ট। একই সঙ্গে রুবেল হত্যা মামলা পিবিআই প্রধানকে পুনঃতদন্তের নির্দেশ দেন হাই কোর্ট। পুলিশ সুপারের নিচে নয়, পিবিআইয়ের এমন কর্মকর্তাকে দিয়ে ৬০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়। হাই কোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত গতকাল আদেশ দেন।

সর্বশেষ খবর