শিরোনাম
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আশুলিয়ায় স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী নিহত

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সকালে আশুলিয়ার জামগড়ার বঙ্গ মার্কেটের পেছনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ বলছে, সকালে নিজ ভাড়া বাড়ি থেকে স্থানীয় এনভয় গার্মেন্টের নারী শ্রমিক কুইন খাতুন নিজ কর্মস্থলে যাওয়ার জন্য রওয়ানা দেন। পরে তিনি জামগড়ার বঙ্গ মার্কেটের পেছনে পৌঁছলে তার স্বামী আজাদ হোসেন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে স্ত্রীকে হত্যা করেছে স্বামী তদন্ত করছে পুলিশ। আশুলিয়া থানার এস আই নোমান বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর