রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

পাগলা মসজিদের দানবাক্সে ৫ কোটি ৬০ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। গতকাল দিনব্যাপী গণনা শেষে রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে সকাল ৮টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। প্রথমে সব টাকা বস্তায় ভরা হয়। আটটি দানবাক্সে এবার ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। পরে দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। দিনভর গণনা শেষে জানানো হয় এবার পাওয়া টাকার পরিমাণ। যা আগের বারের চেয়ে ৮৭ লাখ ৮০ হাজার ৯৪৫ টাকা বেশি। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী রাত ৯টার পর এ তথ্য নিশ্চিত করেছেন। টাকা গণনায় ২০০ জনের প্রায় ১৩ ঘণ্টা লেগেছে বলে জানিয়েছেন দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ। এবারের টাকার পরিমাণ আগের রেকর্ড অতিক্রম করেছে বলেও জানান তিনি। এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গিয়েছিল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। এ ছাড়া বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা পাওয়া গিয়েছিল। গণনায় অংশ নেওয়া হেফজখানা বিভাগের শিক্ষার্থী মো. আবদুর রহিম ও মো. সাজিদ হোসাইন জানান, দানবাক্স খোলার পর থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত মারদাসার সব শিক্ষার্থী সেখানে অবস্থান করেন। একসঙ্গে এত টাকা দেখতে এবং গুনতে আমাদের খুব ভালো লাগে।

 

সর্বশেষ খবর