শিরোনাম
রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

বিস্ফোরণে দগ্ধ জবি ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে তিতাসের গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোর ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ওই ছাত্রের নাম মেহেদী হাসান শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, ১ মে ধূপখোলায় একটি সড়কে তিতাস গ্যাসলাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। এ ঘটনায় শাওনসহ আরও আটজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে নারী-শিশুও আছে। শাওন বাজার করতে সেখানে গিয়েছিলেন। শাওনের গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। তার বাবার নাম আবদুল লতিফ। তিনি গেন্ডারিয়া এলাকায় মেসে থাকতেন।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, শাওনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

সর্বশেষ খবর