বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

কওমি মাদরাসাগুলো জাতিকে আদর্শ নাগরিক উপহার দিচ্ছে

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, আহলুসসুন্না হওয়াল জামাত ও দারুল উলুম দেওবন্দের মূলনীতি ও মতাদর্শ অনুসরণে পরিচালিত ইসলামী শিক্ষা কেন্দ্র কওমি মাদরাসাগুলো জাতিকে আদর্শ নাগরিক উপহার দিচ্ছে। এসব প্রতিষ্ঠানে কিতাবি যোগ্যতার সঙ্গে সঙ্গে রুহানি ও আধ্যাত্মিক সাধনার অনুশীলন করানো হয়। গতকাল রাজধানীর কামরাঙ্গীর চরে জামিয়া নুরিয়া ইসলামিয়ার চলতি শিক্ষাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামিয়ার শিক্ষক মুফতি সুলতান মহিউদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য দেন মাওলানা শেখ আজিমউদ্দিন, মাওলানা সাইদুর রহমান, শিক্ষা সচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

সর্বশেষ খবর