যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়াত ড. মো. মোজাহারুল ইসলামের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমাদের সাংবাদিকতায় দেশপ্রেম’ শীর্ষক ড. মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। গতকাল খুলনা উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা এবং স্মারক বক্তৃতা করেন দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু। ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. মাজহারুল হান্নান। বিজ্ঞপ্তি