বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে সব ধরনের মৎস্য আহরণে চলমান ১০৩ দিনের নিষেধাজ্ঞার মধ্যে এবার রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ও ২৯১ প্রজাতির মৎস্য সম্পদের প্রজনন নির্বিঘ্ন করতে তিন মাসের জন্য দেশি-বিদেশি পর্যটক ও সব ধরনের বনজীবীর প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। ১ জুন থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এর আগে সামুদ্রিক মৎস্য প্রজাতির প্রজননে মৎস্য বিভাগ ২০ মে মধ্যরাত থেকে ৫৬ দিনের নিষেধাজ্ঞা জারি করে। মৎস্য বিভাগের পাশাপাশি ওইদিন থেকে সুন্দরবনে সব ধরনের মৎস্য আহরণে ১০৩ দিনের নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৭ হাজার বর্গ কিলোমিটার।

এখানে ১১৪টি রয়েল বেঙ্গল টাইগার, দুই লাখ হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সুন্দরবনের মধ্যে ১৮৭৪ বর্গ কিলোমিটার জলভাগে কুমির, ৬ প্রজাতির ডলফিনসহ ২৯১ প্রজাতির মাছ রয়েছে। এই বিশাল জলভাগ বিশ্বের বৃহৎ জলাভূমি রামসার এলাকা হিসেবেও স্বীকৃত। নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রতিপালনে কাজ করছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞার ফলে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ ও মাছের প্রজনন নির্বিঘ্ন হবে।

সর্বশেষ খবর