সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি

বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে আশানুরূপ বরাদ্দ রাখা হয়নি জানিয়ে তা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতৃবৃন্দ। গতকাল সংগঠনের রাজধানীর মিরপুর কার্যালয়ে বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, শিক্ষক নেতা ড. এ কে এম আবদুল্লাহ, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল, অধ্যাপক জহির উদ্দীন আযম ও অধ্যক্ষ নজরুল ইসলাম। বক্তারা বলেন, আমরা আশা করেছিলাম, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে এবারও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ থাকবে। কিন্তু এ বাজেটে সে ধরনের কোনো বরাদ্দ বা কোনো পরিকল্পনার উল্লেখ নেই। নেতৃবৃন্দ হতাশা ও ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে গুরুত্ব সহকারে পুনর্বিবেচনার দাবি জানান। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর