তাওসিফ জাওয়াদ আহমেদ এক চাকরিজীবী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শিক্ষাপ্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফরম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ জানান, এরই মাঝে এক ব্যক্তি কল করে জানায়, তাওসিফ তাদের কাছে আছে। দেড় লাখ টাকা দিলে তাকে ফেরত দেবে। এ সময় তাওসিফের সঙ্গে কথা বলিয়ে দিতে বললে ওই ব্যক্তি সেটি পারেনি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার ব্যবহৃত সব ডিভাইস বন্ধ। আমাদের থানাধীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিখোঁজ তাওসিফ স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। তিনি অপহৃত হয়েছে বলেও এখন পর্যন্ত মনে হয়নি। বিষয়টি সিনিয়র স্যাররাও গুরুত্ব সহকারে দেখছেন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরপর বুথ থেকে টাকা উত্তোলন করে তাওসিফ। এরপর বুথ বরাবর রাস্তা পার হয়। রাস্তার ডিভাইডার পর্যন্ত তার ফোন চালু ছিল। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বনানীর অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় তার পরিবার। এরপর হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। কারও সঙ্গে তাওসিফের শত্রুতা নেই বলে জানান তারা। পরে তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় ভাইয়ের নিখোঁজ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে র্যাব, ডিবি, পিবিআইকেও বিষয়টি জানানো হয়েছে।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
টাকা তুলেই নিখোঁজ চাকরিজীবী
দেড় লাখ টাকা দিলে ফেরত দেবে, দাবি বাবার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর