তাওসিফ জাওয়াদ আহমেদ এক চাকরিজীবী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শিক্ষাপ্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফরম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ জানান, এরই মাঝে এক ব্যক্তি কল করে জানায়, তাওসিফ তাদের কাছে আছে। দেড় লাখ টাকা দিলে তাকে ফেরত দেবে। এ সময় তাওসিফের সঙ্গে কথা বলিয়ে দিতে বললে ওই ব্যক্তি সেটি পারেনি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার ব্যবহৃত সব ডিভাইস বন্ধ। আমাদের থানাধীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিখোঁজ তাওসিফ স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। তিনি অপহৃত হয়েছে বলেও এখন পর্যন্ত মনে হয়নি। বিষয়টি সিনিয়র স্যাররাও গুরুত্ব সহকারে দেখছেন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরপর বুথ থেকে টাকা উত্তোলন করে তাওসিফ। এরপর বুথ বরাবর রাস্তা পার হয়। রাস্তার ডিভাইডার পর্যন্ত তার ফোন চালু ছিল। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বনানীর অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় তার পরিবার। এরপর হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। কারও সঙ্গে তাওসিফের শত্রুতা নেই বলে জানান তারা। পরে তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় ভাইয়ের নিখোঁজ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে র্যাব, ডিবি, পিবিআইকেও বিষয়টি জানানো হয়েছে।
শিরোনাম
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর