তাওসিফ জাওয়াদ আহমেদ এক চাকরিজীবী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শিক্ষাপ্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফরম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ জানান, এরই মাঝে এক ব্যক্তি কল করে জানায়, তাওসিফ তাদের কাছে আছে। দেড় লাখ টাকা দিলে তাকে ফেরত দেবে। এ সময় তাওসিফের সঙ্গে কথা বলিয়ে দিতে বললে ওই ব্যক্তি সেটি পারেনি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার ব্যবহৃত সব ডিভাইস বন্ধ। আমাদের থানাধীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিখোঁজ তাওসিফ স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। তিনি অপহৃত হয়েছে বলেও এখন পর্যন্ত মনে হয়নি। বিষয়টি সিনিয়র স্যাররাও গুরুত্ব সহকারে দেখছেন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরপর বুথ থেকে টাকা উত্তোলন করে তাওসিফ। এরপর বুথ বরাবর রাস্তা পার হয়। রাস্তার ডিভাইডার পর্যন্ত তার ফোন চালু ছিল। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বনানীর অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় তার পরিবার। এরপর হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। কারও সঙ্গে তাওসিফের শত্রুতা নেই বলে জানান তারা। পরে তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় ভাইয়ের নিখোঁজ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে র্যাব, ডিবি, পিবিআইকেও বিষয়টি জানানো হয়েছে।
শিরোনাম
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
টাকা তুলেই নিখোঁজ চাকরিজীবী
দেড় লাখ টাকা দিলে ফেরত দেবে, দাবি বাবার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর