তাওসিফ জাওয়াদ আহমেদ এক চাকরিজীবী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শিক্ষাপ্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফরম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ জানান, এরই মাঝে এক ব্যক্তি কল করে জানায়, তাওসিফ তাদের কাছে আছে। দেড় লাখ টাকা দিলে তাকে ফেরত দেবে। এ সময় তাওসিফের সঙ্গে কথা বলিয়ে দিতে বললে ওই ব্যক্তি সেটি পারেনি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার ব্যবহৃত সব ডিভাইস বন্ধ। আমাদের থানাধীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিখোঁজ তাওসিফ স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। তিনি অপহৃত হয়েছে বলেও এখন পর্যন্ত মনে হয়নি। বিষয়টি সিনিয়র স্যাররাও গুরুত্ব সহকারে দেখছেন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরপর বুথ থেকে টাকা উত্তোলন করে তাওসিফ। এরপর বুথ বরাবর রাস্তা পার হয়। রাস্তার ডিভাইডার পর্যন্ত তার ফোন চালু ছিল। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বনানীর অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় তার পরিবার। এরপর হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। কারও সঙ্গে তাওসিফের শত্রুতা নেই বলে জানান তারা। পরে তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় ভাইয়ের নিখোঁজ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে র্যাব, ডিবি, পিবিআইকেও বিষয়টি জানানো হয়েছে।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
টাকা তুলেই নিখোঁজ চাকরিজীবী
দেড় লাখ টাকা দিলে ফেরত দেবে, দাবি বাবার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর