তাওসিফ জাওয়াদ আহমেদ এক চাকরিজীবী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শিক্ষাপ্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফরম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ জানান, এরই মাঝে এক ব্যক্তি কল করে জানায়, তাওসিফ তাদের কাছে আছে। দেড় লাখ টাকা দিলে তাকে ফেরত দেবে। এ সময় তাওসিফের সঙ্গে কথা বলিয়ে দিতে বললে ওই ব্যক্তি সেটি পারেনি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার ব্যবহৃত সব ডিভাইস বন্ধ। আমাদের থানাধীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নিখোঁজ তাওসিফ স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। তিনি অপহৃত হয়েছে বলেও এখন পর্যন্ত মনে হয়নি। বিষয়টি সিনিয়র স্যাররাও গুরুত্ব সহকারে দেখছেন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরপর বুথ থেকে টাকা উত্তোলন করে তাওসিফ। এরপর বুথ বরাবর রাস্তা পার হয়। রাস্তার ডিভাইডার পর্যন্ত তার ফোন চালু ছিল। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বনানীর অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় তার পরিবার। এরপর হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। কারও সঙ্গে তাওসিফের শত্রুতা নেই বলে জানান তারা। পরে তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ হাতিরঝিল থানায় ভাইয়ের নিখোঁজ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে র্যাব, ডিবি, পিবিআইকেও বিষয়টি জানানো হয়েছে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা