মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে অস্ত্র পাচার চেষ্টা পিস্তল ও কার্তুজ উদ্ধার, আটক

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশে অস্ত্র পাচার চেষ্টার অভিযোগে পশ্চিমবঙ্গের গোবরাডাঙ্গায় জামাল মণ্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি সেমি অটোমেটিক পিস্তল, ৮টি খালি ম্যাগাজিন ও ১০ রাউন্ড ৯ মিমি তাজা কার্তুজ। গোপন খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গয়পুর হসপিটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে জামালকে পাকড়াও করে। জামাল স্কুটি চালিয়ে আসছিলেন। বাহনটি পুলিশ থামায় এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। দেখতে পায় তার পায়ের কাছে রাখা নাইলনের ব্যাগ। ব্যাগটি খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে কাগজে মোড়া আরও একটি প্যাকেট। প্যাকেটে ছিল পিস্তল ও গোলাবারুদ।

জানা গেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর বাসিন্দা জামাল মণ্ডল অস্ত্র ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই অস্ত্র বনগাঁর অন্য এক খদ্দেরের হাতে তুলে দেওয়ার কথা ছিল। সেই ব্যক্তির হাত ধরে চোরাই পথে এ অস্ত্র পৌঁছে যাওয়ার কথা ছিল বাংলাদেশের দুবর্ৃৃত্তদের হাতে। সংসদ নির্বাচনে সহিংসতার পরিবেশ তৈরি করতে এ অস্ত্র সে দেশে পাচার করা হচ্ছিল। জামালের বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচার চক্রের বাকি সদস্যদেরও ধরার চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ খবর