অন্তর্বর্তী সরকার নির্বাচন এবং বিচার ব্যবস্থার সংস্কার করে জনগণের আস্থায় নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি। গতকাল দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এক বিবৃতিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃতে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান বাস্তবতায় তাঁর কোনো বিকল্প হয় না। এনপিপি তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে প্রস্তুত।