শিরোনাম
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ব্যাংকের হেড অব কমিউনিকেশনন্স রায়হান কাওসার জানান। এমরানুল হকের বয়স হয়েছিল ৬১ বছর। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। ব্যবস্থাপনায় স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করা এমরানুল হকের কর্মজীবন শুরু ১৯৮৬ সালে।

ওই বছর তিনি ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি (ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী) হিসেবে কর্মজীবন শুরু করেন। এমরানুল হক ঢাকা ব্যাংকে যোগ দেন ১৯৯৮ সালে। এ ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক, উপব্যবস্থাপনা, পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২০ সালে এমরানুল হককে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ খবর