শিরোনাম
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালের সিঁড়ির নিচে মিলল নবজাতক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির নিচে ফেলে রেখে যাওয়া শিশুকন্যার ঠাঁই হচ্ছে আগৈলঝাড়া শিশু নিবাসে। গতকাল দুপুর ২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সিঁড়ির নিচে শিশুটিকে ফেলে রাখা হয় বলে আবাসিক চিকিৎসক ফাহিম আরিফ জানিয়েছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করছি শিশুটির বয়স এক দিন হবে। সিঁড়ির নিচে শিশুর কান্না শুনে সেবিকারা উদ্ধার করে। হাসপাতালের সেবিকা আফরোজা দুধ পান করিয়েছেন। শিশুটি সুস্থ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউএনওকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে শিশুটিকে আগৈলঝাড়া উপজেলায় ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর