পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে গুমসংক্রান্ত কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশিদের সই করা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ (অ্যাক্ট নম্বর- ৬১৯৫৬)-এর সেকশন ১০এ-এর সাব সেকশন (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্টের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনকে উক্ত অ্যাক্টের সেকশন ১০এ উল্লিখিত ক্ষমতা অর্পণ করল। এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।