ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান (চলতি দায়িত্ব) করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) পদায়ন করা হলো। গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়। ৬ আগস্ট ডিএমপির কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান মো. মাইনুল হাসান। এর সাড়ে ৩ মাসের মাথায় তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছিল। এদিকে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন- মোহাম্মদ জসীম উদ্দিন, শাহ মো. আবদুর রউফ ও মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপিতে; মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজে; শফিকুল ইসলামকে কেএমপিতে; মোহাম্মদ মনিরুজ্জামান ও মো. সালাহউদ্দিনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। আদেশে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৮ জন কর্মকর্তা এবং এএসপি পদমর্যাদার আট কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হলো।