রাজশাহী সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দুর্নীতি অনুসন্ধানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন চিঠিটি স্বাক্ষর করেন। রবিবার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন। প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে মেয়র থাকাকালীন এ এইচ এম খায়রুজ্জামান লিটন যেসব ঠিকাদারি কাজের অনুমোদন দিয়েছেন সেসব তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অর্থবছর, কাজের নাম, প্রস্তুতকারী কর্মকর্তাদের নামের তালিকা ও তারিখ, অনুমোদনকারী কর্মকর্তার নাম, দরপত্র বিজ্ঞপ্তির তারিখ ও কোন কোন সংবাদপত্রে প্রকাশিত, কোন তারিখে পত্র পাঠানো হয়েছে, দাখিল দরপত্রের সংখ্যা, দরপত্র উন্মুক্তকরণ কমিটির সদস্যদের তালিকা, দরপত্র কমিটির সিদ্ধান্ত, কার্যাদেশ চুক্তিনামার তারিখ, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের দাখিলকৃত বিল বিবরণ ও তারিখ, পরিশোধিত বিলের চেক নম্বর ও তারিখ, চেক রেজিস্ট্রারে উল্লিখিত চেকের ফটোকপিসহ ১৬টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন জানান, দুদকের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্ধারিত তারিখের মধ্যেই তথ্য সরবরাহ করা হবে।