চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন ৮৭ হাজার ১০০ জন। তাদের বহন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনস। যাদের অর্ধেকই বহন করবে বাংলাদেশ বিমান। বাকি অর্ধেক যাত্রী সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনস বহন করবে। চলতি বছরের হজযাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ ও সৌদি আরবের তিনটি এয়ারলাইনসের অনুকূলে হজযাত্রী কোটা বরাদ্দ দিয়ে গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করতে যাচ্ছেন।
ধর্ম মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিবন্ধিত হজযাত্রীর ৫০ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন পরিবহন করবে। অন্যদিকে, সৌদিয়া এয়ারলাইনস পরিবহন করবে ৩০ হাজার ৪৮৫ জন হজযাত্রী, যা নিবন্ধিত হজযাত্রীর ৩৫ শতাংশ। বাকি ১৫ শতাংশ অর্থাৎ ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইনস।