অবিলম্বে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি জানিয়েছে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। গতকাল দলটির মহাসচিব কাজী মামুনূর রশিদ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ব্যর্থ। নির্বাচন নিয়ে টালবাহানা করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। এভাবে চলতে পারে না। পদত্যাগ নাটক বন্ধ করে অবিলম্বে নির্বাচনি তফসিল ঘোষণা করুন।
তিনি বলেন, দেশের দুর্দিনে অগ্রণী ভূমিকা পালনকারী সেনাপ্রধানকে বিতর্কিত করার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে বারবার বিতর্কিত করা হচ্ছে। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের যে কোনো প্রয়োজনে সর্বদা জনগণের পাশে থেকেছে। এই বাহিনীকে বিতর্কিত করার এই চক্রান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। রাজনৈতিক সরকার ছাড়া এর থেকে উত্তরণের বিকল্প পথ নেই। তাই অবিলম্বে নির্বাচনি তফসিল ঘোষণা করতে হবে।