ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান দুই আসামি আলাউদ্দিন ও ফরিদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদল নেতা রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার।
পুলিশ জানায়, পৃথক অভিযানে আলাউদ্দিনকে বোরহানউদ্দিনের দুর্গম এলাকা থেকে, ফরিদকে হাতিয়া থেকে এবং অন্য দুই আসামি মানিক ও ঝর্ণা বেগমকে আটক করা হয়েছে। ছাত্রদল নেতা রাসেলকে তজুমদ্দিনের কামার পট্টি থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে রাসেলের পরিবার বলছে, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। ভিকটিমের পরিবার বলছে, ধর্ষণের শিকার গৃহবধূ মানসিকভাবে ভেঙে পড়েছেন। মামলার তদন্ত চলছে। পুলিশের দাবি, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।