ট্রান্সপারেন্সি ইন্টারন্যানশাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার ক্ষেত্রটি নিশ্চিত হচ্ছে কি না, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে কি না ইত্যাদি পর্যবেক্ষণে রাখা জরুরি। তিনি বলেন, কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদের চর্চা এখনো বহাল আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, অবৈধ লেনদেন, ঘুষ, গ্রেপ্তার এমনকি জামিন বাণিজ্যও বহাল রয়েছে। এসব দিকে নজর রেখেই গণমাধ্যমকর্মীদের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে থেকে রিপোর্ট প্রকাশ করা উচিত। গতকাল তিনি খুলনায় সিএসএস আভা সেন্টারে গণমাধ্যমকর্মীদের ‘ডেটা ট্রান্সপারেন্সির মাধ্যমে নির্বাচনি প্রতিবেদন’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তৃতায় এসব কথা বলেন। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের ভূমিকাও নজরে রাখতে হবে পেশাদার সাংবাদিকদের। অতীতের মতো যেন দলীয় দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষক নিয়োগ না হয় বা সাংবাদিকদের নামে নির্বাচনি কাজে হস্তক্ষেপ কেউ করছে কি না সেটিও পেশাদার সাংবাদিকদের নজরে রাখার আহ্বান জানান তিনি। এ ছাড়া ভোটারদের অধিকার বাস্তবায়ন হচ্ছে কি না, আইনশৃঙ্খলা ঠিক আছে কি না, তফসিল ঘোষণার আগে ও পরে গণমাধ্যমকর্মীদের এগুলোর প্রতি নজরে রাখতে হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্যদিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হচ্ছে কি না, সেটিও সাংবাদিকদের নজরে রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।