ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। ৬ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন দুটি জারি হয়। গতকাল প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রজ্ঞাপন জারির বিষয়টি জানিয়েছেন।
সরকারের তরফ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে উপাত্তের গোপনীয়তা, বিশ্বস্ততা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, উপাত্তের আইনসম্মত ব্যবহার, ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এর মজুত, সংরক্ষণ, স্থানান্তরের জন্য কর্তৃপক্ষ গঠন, ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সুরক্ষিত করা ও দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করতে আইন দুটি প্রণয়ের উদ্যোগ গ্রহণ করে সরকার।