রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে দুই যুগেরও বেশি সময় ধরে। ১১ বছর আগে হেমায়েতপুরের হরিণধরায় আনুষ্ঠানিকভাবে চামড়া শিল্পনগরী প্রকল্পের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারপর ১১ বছর কেটে গেলেও চামড়া শিল্পনগরী আদৌ চালু হবে কিনা তা এখনো সংশয়ের দোলাচলে দুলছে। চামড়া শিল্পনগরীতে ২৬৫টি কারখানা স্থাপনের জন্য স্বল্পমূল্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থাপন সম্পন্ন হয়েছে। চামড়া শিল্পের তরল বর্জ্য পরিশোধনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। কিন্তু মামলার কারণে আটকা পড়েছে ৪৪৫ কোটি টাকার এ প্রকল্প। সময় মতো সাভারের চামড়া শিল্পনগরী চালু না হওয়ায় একদিকে কোটি কোটি টাকার মেশিনপত্র অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে অন্যদিকে হাজারীবাগে চামড়া শিল্প বিদ্যমান থাকায় রাজধানীর বিশাল এলাকার পরিবেশ দূষণের শিকার হচ্ছে। ট্যানারির তরল-কঠিন বর্জ্য, ধোঁয়া, উৎকট দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, সৃষ্টি করছে স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি। চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রায় আড়াইশ কারখানা থেকে প্রতিদিন ২২ হাজার ঘনমিটার ক্রোমিয়াম, সালফার, অ্যামোনিয়াসহ ক্ষতিকর নানা বর্জ্য নির্গত হয়। বাতাস আর পানিতেও ছড়িয়ে আছে ট্যানারির বিষ। নানাভাবে এ বিষে আক্রান্ত হচ্ছে মানুষ। হাজারীবাগ, লালবাগ, কামরাঙ্গীরচর, জিগাতলা এবং ধানমন্ডি ও মোহাম্মদপুরের কয়েকটি এলাকার ৩০ লক্ষাধিক মানুষ এ বিষে সরাসরি আক্রান্ত। বর্জ্য-বিষের সঙ্গে সহাবস্থান করে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্যানারি শিল্পে কর্মরত লক্ষাধিক শ্রমিক। তাদের অনেকেরই শারীরিক অবস্থা শোচনীয়, অন্যরাও আছে চরম স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি। বিশেষজ্ঞদের মতে, ট্যানারিতে ব্যবহৃত রাসায়নির দ্রব্য মানবদেহে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দেখা দেয়। ইতোমধ্যে ওই এলাকায় ক্যান্সার, চর্মরোগসহ নানা রোগবালাই ছড়িয়ে পড়েছে। এ বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তর। সাভারে এ উদ্দেশ্যে চামড়া শিল্পনগরী স্থাপনের পরও স্থানান্তরে সময়ক্ষেপণ দুর্ভাগ্যজনক।
শিরোনাম
- হাসিনাসহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল
- একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
- মার্কিন শাটডাউনের সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
- পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি 'শীর্ষ সন্ত্রাসী' মামুন: পুলিশ
- পুরান ঢাকায় সিনেমা স্টাইলে গুলি, যা দেখা গেল সিসি ক্যামেরায়
- ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
- দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
- সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
- পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
- খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী
- গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
- জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত
- আসুন সবাই মিলে বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করি : মঈন খান
- দশম গ্রেডসহ তিন দাবি, তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান
- ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব দিতে পারে না : প্রভা
- পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ৬৭
- কম্পিউটার চালু হতে সময় লাগে, এই সময়ের বেতন দাবিতে কর্মীদের মামলা
- বসুন্ধরা আবাসিকে ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা উদ্বোধন
- এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি : শামীম
ট্যানারি শিল্প স্থানান্তর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর