লোকসভা নির্বাচনে চার দলীয় লড়াইয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের ফলাফল নিয়ে শঙ্কিত জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। তার শঙ্কার প্রকাশ ঘটালেনও ফিল্মি ডায়লগে। বললেন, 'পিকচার আভি বাকি হ্যায়।' আর তাই ভোটারদের ভোট কাটাকাটির খেলায় যেতে নিষেধ করলেন মিঠুন। তার মতে ভোট কাটাকাটির খেলায় তৃণমূলের পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শুক্রবার প্রকাশ্য জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বললেন, ‘১৬ মের পর না কংগ্রেস থাকবে, না সিবিআই, এমনকি ইডিও থাকবে না। শুধু তাই নয়, ১৬ মের পর টুজি ও কয়লা কেলেঙ্কারিতে সোনিয়া গান্ধির বাড়িতেও সিবিআই তল্লাশি করবে।’
এদিকে পশ্চিমবঙ্গের বহু সমালোচিত সারদা চিটফান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের জড়িত থাকার অভিযোগে বেশ বিব্রত মমতাসহ দলটির শীর্ষ নেতারা। শেষ দফা ভোটের মুখে শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্ত ভার দেওয়ায় বিপাকে পড়েছেন মমতা। সোমবার শেষ দফা নির্বাচন হবে ১৭টি আসনে। কংগ্রেস, মোদী, সিপিএম আর সারদা কেলেঙ্কারি নিয়ে এ দফার ভোট নিয়ে শঙ্কিত দলের সবাই।