নির্বাচন প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে কারণ দর্শাও নোটিশ দিল ভারতের নির্বাচন কমিশন। আগামী সোমবারের মধ্যে নোটিশের জবাব দিতে তাকে নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশন জানায়, ওইদিন সকাল ১১টার মধ্যে জবাব না দিলে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে রাহুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেয়া হয়েছে। গত ১ মে হিমাচল প্রদেশের সোলানে একটি নির্বাচনী প্রচারে গিয়ে 'বিজেপি ক্ষমতায় এলে ২২ হাজার মানুষের প্রাণহানি হবে' বলে মন্তব্য করেছিলেন কংগ্রস সহ-সভাপতি। নির্বাচন কমিশনের এই নোটিশের পর বেশ অস্বস্তিতে কংগ্রেস সহ-সভাপতি।
প্রচারে গিয়ে সেদিন রাহুল বলেছিলেন, 'জাপানের মানুষেরা আমাকে জিজ্ঞেস করেন...তারা বলেন, আমরা আপনাদের সাহায্য করব, সড়ক বানিয়ে দেব। কিন্তু আমরা খুব ভীত যে ওখানে শান্তি বিরাজ করবে কি না? তারা জানতে চায়, এমন পরিস্থিতি কি আসতে পারে যেদিন ভারতীয়রা নিজেদের মধ্যেই লড়াইয়ে সামিল হবে কিনা?
রাহুলের বক্তব্য 'এই ভয়টা আমাদেরকেও তাড়া করে বেড়ায়। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে যুদ্ধ বাধবে। ওরা এলে ২২ হাজার মানুষ প্রাণে মারা যাবেন। কারণ তারা আতঙ্ক ছড়াচ্ছে, এই প্রশ্ন আগে কখনও ওঠেনি'।
এরপরই বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। রাহুলের ওই বক্তব্যের সমর্থনে বক্তব্যের সিডি এবং পেপার কাটিংও দেওয়া হয়।