ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটগ্রহণেও পশ্চিমবঙ্গে ব্যাপক গোলোযোগ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। একাধিক বুথ দখল, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এসেছে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে।
জানা গেছে, সোমবার রাজ্যের ৭ জেলার ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কিন্তু সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে সহিংসতা। এরমধ্যে ঘাটাল- কেশপুরে একাধিক বুথ দখলের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।
এরই মধ্যে গোটা ঘটনা জানতে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন।
এদিকে সকালে পোস্তায় কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তবে তিনি অক্ষত আছেন। দত্তপুকুরে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এসএফআই নেতা চন্দন দাশ। তৃণমূলের কর্মীরা রড দিয়ে পিটিয়ে তাকে গরম তেলের কড়াইয়ে ঠেলে ফেলে দেয়ার চেষ্টা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, হাড়োয়ায় তৃণমূল কর্মীরা ভোটকেন্দ্র ঢুকে ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি চালায়। এসময় দুই নারীসহ মোট ৪ জন গুলিবিদ্ধ হন।
এছাড়াও মুর্শিদাবাদ, শক্তিপুরের নারকেল বাড়িয়া, বরাকপুর, মথুরাপুর, উত্তর কোলকাতাতেও গোলোযোগের খবর পাওয়া গেছে।