বক্স অফিসে এতদিন তাদের দেখার জন্য লোকে লাইন ধরতো। তবে এবার ভোটকেন্দ্রে ভোটের লাইনে দাঁড়ালেন সিনে তারারা। ভোটার কার্ড হাতে কেউ সকালে, কেউ দুপুরে ভোটের লাইনে। চোখে মুখে উত্তেজনা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাতের কালি দেখিয়ে সেলফি কায়দায় ছবি তুলতেও ভুললেন না।
মোবাইলের সাহায্যে ঝটপট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও আপলোড করলেন তাদের গণতান্ত্রিক অধিকার। ভোট দিলেন জিৎ, নুসরৎ, রাইমা সেন, রিয়া সেন, পাওলি দাম, রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক, অনুপম রায়। তবে বাদ গেলেন কেউ কেউ।
লিস্টে নামে নেই স্বস্তিকার। তাই এবারের ভোটে নেই তার ভোট সেলফি। তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারলেন না কলকাতা শেরিফ রঞ্জিত মল্লিক। সাধারণের সঙ্গে মিশে গিয়ে ঝকঝকে রোদে ভোটের তারকারা কিন্তু নজর কাড়লেন অন্যরূপে। জানালেন ভোট নিয়ে নিজেদের মতামতও।
অভিনেতা জিৎ বললেন, 'এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। দেশের উন্নতির জন্য এগিয়ে আসতে হবে সবাইকে।'
ভোট দেওয়াকে নিজের অধিকার বলে মনে করেন রাইমা সেনও। তাছাড়া মুনমুন সেন যেহেতু সরাসরি রাজনীতিতে আছেন মেয়েকেতো ভোট দিতেই হবে।
মুনমুনের আরেক মেয়ে রিয়া সেন বলেন, 'দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভোট তো দিতেই হবে।'
নুসরৎ বলেন, 'এটা আমার অধিকার। উন্নত দেশের স্বার্থে ভোট দিতেই হবে।'
টালিউডের আলোচিত-সমালোচিত পাওলি দাম সবাইকে আহ্বান জানালেন ভোট দিতে। তিনি বলেন, 'সবাই আসুন ভোট দিতে। এটা আমাদের অধিকার। দেশের রাজনীতিকে নতুন রূপ দিতে এগিয়ে আসুন সবাই।
ভোটার তালিকায় বাবা-মায়ের নাম নেই বলে মন খারাপ করেছেন কোয়েল মল্লিক। কিন্তু নিজে ভোট দিতে ভুল করেননি। ভোট দেওয়ার পর তিনি বলেন, 'ভোট হোক শান্তিপূর্ণ। লিস্টে আমার মা ও বাবার নাম নেই ভোট দিতে পারেননি। ভারতীয় নাগরিক হিসেবে এটা আমার খারাপ লাগছে।'
এছাড়া অনুপম রায় বলেন, 'ভোট দিন সব্বাই। এটা আমাদের সবার অধিকার।'