ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আমেথি নির্বাচনী এলাকায় ৫ মে অনুষ্ঠিত নরেন্দ্র মোদির সমাবেশকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির নির্বাচনী ব্যয় নিয়ে তদন্ত করছে দেশটির নির্বাচনী কমিশন (ইসি)। ইসির এক কর্মকর্তা এ কথা জানান।
যদিও ইসি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কিন্তু স্মৃতি ইরানির নির্বাচনী ব্যয় নির্ধারিত ব্যয়সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে দেখা যায়। আর এ কারণে তাকে লোকসভা নির্বাচনে আমেথি আসনের প্রার্থী হিসেবে অযোগ্য বলে ঘোষণা করা হতে পারে। এতে কমিশন ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে।