এখন অপেক্ষা ফলাফলের। তারপরই দেখা যাবে মোদিকে সমর্থন কে দেবেন বা দেবেন না। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হওয়ার পর সৌরভ-রাহুল-লক্ষ্মণদের যে হাল হয়েছিল, মোদি আসার আগেই আদভানি, সুষমা, রাজনাথ, যোশীদের সেই হাল হয়েছে। এক নম্বর সমস্যা আসলে লালকৃষ্ণ আদভানি।
বিজেপির এক সময়কার কাণ্ডারি আদভানি কিছুতেই মোদির অধীনে মন্ত্রী হবেন না। তিনি এনডিএ'র চেয়ারম্যান হিসাবেই থেকে যেতে বদ্ধপরিকর। কিন্তু মোদি তাতে রাজি নন। তিনি চাইছেন প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি আদভানি এনডিএ'র চেয়ারম্যানও হবেন। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় এনডিএ-র চেয়ারম্যান ছিলেন।