লোকসভা ভোট গণনায় এখন পর্যন্ত যে ধারা তাতে হেসেখেলেই সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদির বিজেপি। প্রতিবারের মতো এবছরও লোকসভা ভোটের লড়াইয়ে রয়েছেন ক্রীড়াবিদরা৷ সেই তালিকায় রয়েছেন মহম্মদ আজহারুদ্দিন এবং মহম্মদ কাইফের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও৷ কিন্তু গণনা দু’রাউন্ড শেষ হওয়ার পর তালিকায় খুঁজেই পাওয়া যাচ্ছে না কংগ্রেস প্রার্থী কাইফকে৷
উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ আজহারের এ বছর প্রথমে পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়ানোর কথা থাকলেও, শেষপর্যন্ত রাজস্থানের তঙ্ক সওয়াই মাধোপুর থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ প্রথমে বেশ পিছিয়ে পড়েছিলেন৷ কিন্তু ধীরে ধীরে লড়াইয়ে ফিরছেন আজহার৷ প্রতিদ্বন্দ্বী বিজেপির সুখবির সিং জৌনপুরিয়া এখন তিনি পিছিয়ে ৩৯,৬৬৫ ভোটে৷ আজহার কিছুটা লড়াই দিলেও খুবই করুণ দশা মহম্মদ কাইফের৷ এবছরই প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি৷ কিন্তু নির্বাচনের এখনও পর্যন্ত ফলাফলে দেখা যাচ্ছে, কোনওরকম লড়াইয়েই নেই ফুলপুরের কংগ্রেস প্রার্থী কাইফ৷ লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে স্রেফ বিজেপি এবং সমাজবাদী পার্টির৷ বিজেপির কেশব প্রসাদ মৌর্য এখনও পর্যন্ত ১৮৮৩২৭ ভোট পেয়েছেন৷ সেখানে তিন নম্বরেও নেই কাইফ৷ ১৮০১৮ ভোট নিয়ে চার নম্বরে রয়েছেন তিনি৷ দ্বিতীয় স্থানে সমাজবাদী পার্টির ধরম রাজ সিং প্যাটেল পেয়েছেন ৭২৮৩৫ ভোট৷