কাঁচামরিচ চিহ্ন নিয়ে রাষ্ট্রীয় আম পার্টির হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত। সর্বসাকুল্যে ১৫টা ভোট পেয়েছেন তিনি। কিন্তু তারপরও মুখ বন্ধ রাখেননি রাখি। ফলাও করে বলে বেড়াচ্ছেন, আমার কোটি টাকা নেই ওড়ানোর মতো।
এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাখী জানিয়েছেন, আমি দুঃখিত কারণ আমি হেরেছি কিন্তু বিজেপি জিতেছে। আমি খুশি যে এবার নরেদ্র মোদির সরকার হবে। ফের ভোটে লড়বেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাখী জানিয়েছেন, আমি আমার দল থেকে ইস্তফা দিয়েছি, আমি বুঝেছি কেউ তখনই জেতে যখন কোন বড় দলের প্রার্থী হয়।
তিনি আরও বলেন, কেউ ভোট তখনই জেতে যখন তার কাছে অনেক টাকা থাকে। আমি হেরেছি তার একমাত্র কারণ আমার কাছে কোটি টাকা নেই।