রয় হজসন তার পাঁচদিনের প্রাথমিক শিবির করতে চলেছেন পর্তুগালে। আর এ নিয়েই ব্রিটিশ মিডিয়ায় এখনই ঝড় উঠেছে। কারণ ইংল্যান্ড ফুটবলাররা বিশ্বকাপের জন্য পর্তুগালে যে প্রাথমিক শিবির করছেন সেটা কার্যত এক নিষিদ্ধ পল্লী।
জেরার-ল্যাম্পার্ড-জো হার্টরা আরগ্রেভ কোস্টের যে বিলাসবহুল রিসোর্টে থাকবেন, সেখানে মাত্র ৩২ পাউন্ডের বিনিময়ে যৌনকর্মীরা দেহব্যবসা চালান। রিসোর্টের ঠিক পিছনেই রয়েছে স্ট্রিপ ক্রাব ওসার দেওয়া যৌনকর্মীদের বাড়ি।