বিশ্বকাপের জন্য দেশকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে ব্রাজিল পুলিশ প্রতিদিনই হাজার হাজার মানুষকে জেলে ভরছে। আর এ কারণে এখন ব্রাজিলের জেলে জায়গা নেই। মূল অভিযোগ, বিশ্বকাপের বিরোধিতা করা।
ব্রাজিলের সব জেল মিলিয়ে লোক ধরে ২ লাখ ৭ হাজার। কিন্তু জেলগুলোতে এখন রয়েছে ৫ লাখ ৪৮ হাজার জন। অতিরিক্ত কয়েদি রাখায় তাদের থাকতে হবে পশুর মতো। এ নিয়ে উত্তর ব্রাজিলে জেলে দাঙ্গাও হয়ে গেছে।
কয়েদিরা তো বটেই, তাদের আত্মীয়রাও এই দাঙ্গায় শামিল হয়েছিলেন। অতঃপর জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, কিছু কয়েদিকে বিশ্বকাপের আগেই ছেড়ে দেওয়ার।