"রাজনীতি একটা বিজ্ঞান। বিজ্ঞানমনষ্কতা থেকেই তা অনুশীলন করতে হয়। যুদ্ধে যাওয়ার আগেই রণকৌশল ঠিক করতে হয়। নিজের শক্তি ও প্রতিপক্ষের শক্তির সামর্থ্যের একটা আন্দাজ নিতে হয়। সঠিক সময়ে সঠিক শ্লোগান উত্থাপন করতে হয়। কোন সময়ে কোন ধরনের সংগ্রাম করতে হবে তা অবস্থা বুঝে ঠিক করতে হয়। সংগ্রামের একটা ধরণ থেকে অন্য একটা ধরণে উত্তোরণের জন্য রাজনৈতিক প্রজ্ঞাতা থাকতে হয়। আগে বাড়তে অনেক সময় পিছাতে হয়। যুদ্ধে পেছানোর ও একটা আর্ট আছে। পেছানোকে কেউ যেন পরাজয় মনে না করে সেভাবে পেছানোকে যুদ্ধের অংশ করতে হয়। বিএনপির আন্দোলনের গতি পরিবর্তন এ ক্ষতির চেয়ে লাভ হবে বেশী। এতে সুবিধাবাজ দালাল পদবাজ ক্ষমতালোভীরা ঝড়ে পড়বে। জিয়ার আদর্শের সৈনিকেরা দলরক্ষা ও ফ্যাসিবাদ বিতারণে এগিয়ে আসবে। আদর্শ ছাড়া কোন বড় বিজয় অর্জন করা যায় না।"
বন্ধুবর সাবেক এমপি নাজির হোসেন উনার টাইম লাইন এ উপরের কথাগুলি বলেছেন। উনার বক্তব্যের জবাবে বিনীতভাবে বলছি উনার উপলব্ধি সঠিক।
আসুন সবাই মিলে চেষ্টা করি। জয় ও পরাজয় একসঙ্গে অবস্থান করে না। একটির পরে আরেকটি আসে। অর্থাৎ জয়ের পরে পরাজয় আসা যেমন ধ্রুব সত্য তেমনি পরাজয়ের পরেতো জয়ই আসবে, এব্যাপারে কারও মনে সন্দেহ থাকা বুদ্ধিমানের কাজ হবে না। বিএনপির জয় হবেই হবে। প্রয়োজন শুধু অপেক্ষা করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পারদর্শিতা দেখানো। লেখক: সাবেক সংসদ সদস্য।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব