কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে টরন্টোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে টরন্টোর বাঙালী অধ্যুষিত ডেনফোর্থ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে শহরের সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা তনু হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করেন। এ সময় পথচারীদের অনেকেই মানববন্ধন স্থলে দাঁড়িয়ে প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব