বাহরাইনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করছে বাহরাইনস্থ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার স্থানীয় মানামা ফুড সিটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মো. শাহজালাল। সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সাধারন সম্পাদক ইমাম হোসেন বাবুল।
মানিক হাসান মিলু ও হাকিম মৃধার যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চলীয় প্রদেশের বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি কাজী আলী হায়দার। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম, মো. গোলাম কিবরিয়া, আবুল কালাম, সদস্য মো. জাহাঙ্গীর হাওলাদার, আওয়ামী যুবলীগ সভাপতি মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর কামাল, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত বিভিন্ন শাখার সকল অঙ্গ সংগঠনের কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন মুক্তার হোসেন, জাহাঙ্গীর ফকির, টিপু সুলতান, ইমাম ভূঁইয়া, আউয়াল শিকদার, রকিব উদ্দিন আকন, জাহাঙ্গীর ঢলী, রজন মাতাব্বর, সোহেল মাহমুদ,জাহাঙ্গীর আলম আলা, আল মামুন, আবু বক্কর, রিপন দেওয়ান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা