বাংলা বর্ষবরণে কুয়েত প্রবাসী গৃহিনীরা মিলে আয়োজন করেছেন বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। গত শুক্রবার ফান্তাস পার্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে। দেশীয় সংগীতের পাশাপাশি ছোট-বড়দের বাংলার ঐতিহ্যবাহী খেলা হাঁড়ি ভাঙ্গা, মার্বেল দেৌড়, বিঙ্গ ধুলাসহ যেমন খুশি তেমন সাজে পার্ক চত্বর মিনি বাংলাদেশে পরিণত হয়। চারুকারু, পিঠে-পুলি, বুটিক পোশাক, কাঁচের গহনাসহ নানা দেশীয় পণ্য অনুষ্ঠানস্থলকে আলাদা সৌন্দর্য দান করে।
সকালের নাস্তায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠা আর দুপরের খাবারে পহেলা বৈশাখে বাঙ্গালীর ঐতিহ্য খাবার পান্তা ইলিশ, হরেক রকম ভর্তার স্বাদে মরুদেশে তৃপ্তি মেটায় উপস্থিত ভোজন বিলাসীরা। এমন অনুষ্ঠান প্রবাসে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরেরা আবহমান বাংলার কৃষ্টি কালচারের ঐতিহ্য অন্তরে লালন করতে পারবে।
বৈশাখী অনুষ্ঠানের আয়োজক নাজিম, মনির, তুর্কি, আতা, জাহাঙ্গির, মিজান সাহাব উদ্দিন, মনির হোসেন, মামুন, মোসেদ, জাকির ও হাসনাতের সঙ্গে যারা নিরলস পরিশ্রম করেছেন তারা হলেন শাহনাজ, ঝর্ণা, কলি, মুন্নি, শিউলি, ইয়াসমিন ও রূপা।
আতাউল গনি মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম উজ্জামান (বিএসপি, এনডিসি, পিএসসি), উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজিম খান, বিবিসি সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, সহ-সভাপতি জাহাঙ্গির হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সেলিম আলী খানসহ উল্লেখযোগ্য প্রবাসী সপরিবারে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ রশিদা