বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শোক র্যালি করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ। রাত ১২টা ১ মিনিটে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের নেতৃবন্দ। এরপর আলতাব আলী পার্ক থেকে শুরু হয় শোক র্যালি। রাতসিাড়ে ১২টায় ব্রিকলেইন মসজিদের সামনে গিয়ে শেষ হয় র্যালি।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন সানু মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য সফররত বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ সভাপতি শফিক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আহবাব মিয়া, এনামুল হক, আকিক খান, মোসাদ্দেক কামালী, জয়ানাল আবেদীন, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ প্রমুখ। সবশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৬/ আফরোজ