জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪১তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নেদারল্যান্ডসের আমস্টারডামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ আয়োজিত এই সভায় প্রধান আলোচক ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি। তিনি বলেন, ''অশুভ ও অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধু নিরন্তর প্রেরণা। খুনিরা বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করতে পারলেও তার আদর্শ, চেতনা ও স্বপ্নের সলিল সমাধি করতে পারেনি। যার জন্য বাঙালিরা আজও যখনই কোন দুর্দিনের মুখোমুখি হয়, তখনই অনুপ্রেরণা খোঁজে তার সাহসী, ত্যাগী ও সংগ্রামী জীবন থেকে। তারই সুযোগ্য উত্তরাধিকারী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিচ্ছেন।''
তিনি বলেন, ''যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করেছে, আজকে তারাই বাংলাদেশকে উন্নয়নের বিস্ময় হিসেবে প্রশংসা করছে। এসবই সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে। যিনি প্রমাণ করেছেন তিনি শুধু জাতির জনকের রক্তের নয়; আদর্শেরও শ্রেষ্ঠ উত্তরাধিকার।''
বিশেষ অতিথির বক্তব্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হক বলেন, আমাদের সবাইকে জাতির জনকের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া বলেন, সকল ষডযন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নির্দেশে সকল অপশক্তিকে পরাজিত করে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। এই হউক আজকের দিনে শপথ।
নেদারল্যান্ডস আওয়ামী লীগের সহ সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের শহিদুল হক, নেদারল্যান্ডস আওয়ামী লীগের শাহাদাত হোসেন তপন, সালমা ইব্রাহিম, বুলবুল জামান, ডেভিড রহমান, নাসিমা ফাল্গুনী প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব