কানাডার রাজধানী শহর অটোয়ায় ট্রাকচাপায় প্রাণ হারানো বাংলাদেশি তরুণী নূসরাত জাহানের নামাজে জানাজা আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। অটোয়ার ২৫১ নর্থওয়েষ্টার্ন এভেনিউর ‘স্কট মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হবে।
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলকে জানাজায় অংশ নিয়ে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছে।
গত বৃহস্পতিবার সাইকেলে ক্লাশে যাওয়ার সময় একটি কন্সট্রাকশন ট্রাক চাপা দিলে নূসরাত জাহান প্রাণ হারান। নূসরাতের বাবা শাহজাহান সিরাজ অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রশাসনিক কর্মকর্তা (একাউন্ট) হিসেবে কর্মরত রয়েছেন। নূসরাত জাহানের অকাল মৃত্যুতে হাই কমিশন গভীর শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিডি প্রতিদিন/৩ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১০