সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে ।
আটকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আটকদের মধ্যে বাংলাদেশি ওই ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি ছিল। আটক বাকি তিনজনের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক, আর বাকি দু'জন নেপালি ও মরক্কোর নাগরিক।
এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের আইজি খালিদ আবু বকর জানিয়েছেন, আটক বিদেশিদের সবাইকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত দু'জনের আইএস সম্পৃক্ততা পাওয়া গেছে।
আটক বাংলাদেশি (৩৭) একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সন্দেহভাজন অস্ত্র পাচারকারী। তিনি রেস্টুরেন্ট ব্যবসা করতেন। গত ১৯ আগস্ট তাকে আটক করা হয়। ২ সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ