দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুয়েত কেন্দ্রীয় কমিটি কয়েক ভাগে বিভক্ত রয়েছে। পূর্বের অনুমোদিত কমিটির আশরাফ-মঞ্জু, শরীফ-কাদের এবং কামরুল এই তিন গ্রুপ ভিন্ন ভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তথ্য মতে সম্প্রতি দলের উচ্চ পর্যায়ের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৌদি আরব পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মধ্যপ্রাচ্য সমন্বয়কারী আহমেদ আলী মুকিবের নেতৃত্বে কুয়েত বিএনপি বিভক্ত রাজনীতি রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
দলের এই অবস্থায় তাদের ঐক্যের প্রতীক হিসেবে স্থান পায় পবিত্র রমজানের এক ইফতার মাহফিলে। সকল গ্রুপের ঐক্যবদ্ধ আয়োজনে ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে আগামীতে কুয়েত বিএনপির পক্ষে দলের ক্রান্তিলগ্নে কিছুটা সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। কুয়েত বিএনপির স্মরণকালের ঐ অনুষ্ঠানে সবাই কেন্দ্রের নির্দেশ মতে কাজ করার আশা ব্যক্ত করেন এবং পদের লালসা ভুলে কেন্দ্রের দেয়া নতুন নেতৃত্বের সাথে দলের সার্থে কাজ করার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানান।
সম্প্রতি পাহাড় ধসে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের দেখার উদ্দেশ্যে রাঙ্গামাটি যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরীর গাড়ীবহরে হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে রবিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রকৌশলী আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও আক্তারুজ্জামান এর সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সে সময় প্রবাসী নেতারা হামলাকারীদের গ্রেফতার ও দৃশ্যমান বিচারের দাবি করেন।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সহ সভাপতি আল আমিন চৌধুরী স্বপন, মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির মায়মুন, আরেক কমিটির সাবেক সভাপতি জালাল আহমেদ চুন্নু মোল্লা, ভারপ্রাপ্ত সভাপতি হান্নান মজুমদার, অন্য কমিউনিটি সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবলুসহ দলের নেতা কর্মীরা।
বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৭/হিমেল