সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ বছর কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় কুয়েতে তেরটি স্থানে বাংলা খুৎবা সহকারে ঈদের জামাত আদায় করার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশীরা।
মসজিদ গুলোর নাম হচ্ছে ১। মুহা. নাসের আল হামাদ, ২। মারইয়াম আদ দুখান, ৩। খারেজা বিন যায়েদ, ৪। সালেহ আল ফাদালা, ৫। উসমান বিন আফ্ফান, ৬।সালেহ আন নামাশ, ৭। আতিকী, ৮। উমর বিন খাত্তাব (রা.), ৯। নাদী ফুরুসিয়া, ১০। নাসের বেদাইন, ১১। আবু সুফিয়ান বিন হাসের, ১২। আবু বকর (রা) (ছাপরা), ১৩। মসজিদে জেলীব।
স্থান গুলো হচ্ছে ১। হাসাবিয়া বড় মসিজদ, ২। মাহবূলা গাতা নং ১, ৩। আব্বাসিয়া গাতা নং ৪, ৪।মুরগাব কুয়েত সিটি, ৫। আমগারা কে পি টি সি ব্র্যাক, ৬। জাহরা গানাম বাজার, ৭। সুলাইবিয়া, ৮। ফারওয়ানিয়া গাতা নং ৫, ৯। চেবদী (ঘোড়ার নাদী), ১০। জাহরা নাদী ফুরুসিয়া, ১১। সালমিয়া গাতা নং ৩, ১২। হাসাবিয়া গাতা নং ২, ১৩। হাসাবিয়া ৬ নম্বর রোড সংলগ্ন মসজিদে বাংলা খুৎবাসহ ঈদের নামাজ আদায় করবেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
এসব ঈদের জামাতের ঈমামতি করবেন মিনিস্ট্রি অফ আওকাফে নিযুক্ত বাংলাদেশী দায়ীগন। তাঁরা হলেন যথাক্রমে মাওলানা আব্দুর রব সরদার, মাওলানা মুশতাকুর রহমান, হাফেজ মাওলানা নূরুল আলম, হাফেজ খুরশীদ আলম, মাওলানা বদরুল ইসলাম, একরাম হুসাইন রফিকুল্লাহ, হাফেজ মাও. ইমদাদুল হক, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ মুহি উদ্দীন, মাওলানা সাইফুল্লাহ কামাল, মাওলানা মাশহূদুর রহমান, ১২। মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আব্দুর রহীম।
কুয়েতে সর্বত্র ভোর ৫:০৫ মিনিটে একযোগে ঈদের জামাত শুরু হবে।
প্রতিবারের মত এবারও প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ঈদের জামাত হাসাবিয়া বড় মসিজদে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। সেখানে দূতাবাসের কর্মকর্তাগন ঈদের নামাজ প্রবাসীদের সাথে আদায় করবেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এস, এম, আবুল কালাম কুয়েত প্রবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কুয়েত আমীর এর আমন্ত্রণে এবার ঈদের জামাত গ্রান্ড মসজিদে আদায় করবেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ২৪ জুন, ২০১৭/ ই জাহান