আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়েই শনিবার রাতে কানাডার টরন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থে ‘চাঁদরাত’ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে বিপুল সংখ্যক বাংলাদেশি পরিবার পরিজন নিয়ে ডেনফোর্থে এসে ভিড় জমায়।
নিশিথা ফ্রেশ ফুডস সংলগ্ন চত্বরে মেহেদি রাঙাতে বসেন কণ্ঠশিল্পী সারা বিল্লাহ, সীমা আকন এবং মিষ্টি। ছেলেমেয়েরা তো বটেই বয়স্ক নারী পুরুষেরাও হাতে মেহেদি লাগাতে ভিড় করেন সেখানে। আর এই মেহেদি রাঙানোকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশের তৈরি হয়।
প্রসঙ্গত, গত দুই বছর ধরে ঈদুল ফিতরের আগের রাতে ডেনফোর্থে ‘চাঁদরাত’ উদযাপিত হয়।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৭/মাহবুব