দেশের বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে মালয়েশিয়া অধ্যায়নরত বাংলাদেশী ছাত্র ছাত্রীদের একমাত্র সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন ও মালয়েশিয়া বসবাসকারী বাঙালি এবং বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
ইতিমধ্যে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন বন্যার্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ কাজে মাঠে নেমে কাজ করছে। তহবিল সংগ্রহের জন্য বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৈরী করা হয়েছে আকর্ষণীয় মগ। যে মগের গায়ে বাংলাদেশের মানচিত্র আঁকা আছে এবং ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা লিখা একটি দেশাত্বক বোধক গান ও লিখা আছে। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা সহ প্রবাসীরাও মাত্র ২৫ রিংগীতের বিনিময়ে একটি মগ সংগ্রহ করে দাড়াঁতে পারেন বানভাসি অসহায় মানুষগুলির পাশে। যার পুরো অর্থ চলে যাবে বানভাসি মানুষের কাছে।
বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমান জানান, বাংলাদেশের বন্যার্তদের জন্য মালয়েশিয়া প্রবাসীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজ করা দেখে আমরাও বসে থাকতে পারেনি। বিগত দিনেও যেকোনো সামাজিক কাজেও মালয়েশিয়া স্টুডেন্টরা পাশে ছিল। এখনো আমরা পাশে আছি থাকবো। প্রাণের জন্য ত্রাণ’ শিরোনামে চলছে তহবিল সংগ্রহ। যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন।
বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন মানবতার সেবায় কাজ করতে পেরে খুব ভালো লাগছে। এই ভাবে বানভাসি মানুষের পাশে সবার এগিয়ে আসা উচিত।
বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন আইটি বিষয়ক সম্পাদিকা সামিয়া আফরিন জানান খুব ভালো লাগছে বানবাসী মানুষের জন্য কাজ করতে পেরে।
আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই যার যার সামর্থ অনুযায়ী সহযোগিতা করছে। আমরা স্টুডেন্ট আমরা আমাদের শ্রম দিয়ে চেষ্টা করছি বানবাসী মানুষের পাশে দাঁড়াতে। আমরা মালয়েশিয়া বিত্তশালী লোকদের কাছে গিয়েছি সবাই আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছে এবং আমাদের কাজে বাংলাদেশ কমিউনিটি প্রেসকাবের সাংবাদিকও এগিয়ে এসেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন